স্যাম মানেকশ-র বোয়োপিকের নাম ‘স্যাম বাহাদুর’, মুখ্য চরিত্রে ভিকি কৌশল

আজ ভারতীয় বীর সেনা স্যাম মানেকশ-এর জন্মদিন। স্যাম মানেকশ প্রথম ভারতীয় আর্মি অফিসার যিনি ‘ফিল্ড মার্শাল’ অফিসার হন। এ-হেন স্যাম মানেকশ-র জীবনী নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক মেঘনা গুলজার। প্রযোজনায় রনি স্ক্রুওয়ালা। জন্মদিনের দিন স্যাম মানেকশকে শ্রদ্ধা জানাতেই ছবির নাম ঘোষণা করেন পরিচালক-প্রযোজক। ছবির নাম দিয়েছেন ‘স্যাম বাহাদুর’। পরিচালক মেঘনা গুলজার জানিয়েছেন স্যাম মানেকশ-র মত বীর সেনার বায়োপিক নিয়ে ছবি বানাতে পেরে তিনি গর্ব অনুভব করছেন। তিনি শুধু বীর সেনা ছিলেন না, তিনি ছিলেন সেনাদের সেনা। স্যাম মানেকশ-র চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। এই চরিত্রে ভিকি কৌশলকে পেয়ে মেঘনা গুলজার খুবই খুশি। স্যাম মানেকশ-র চরিত্রে অভিনয় করতে পেরে দারুণ খুশি ভিকি কৌশল। তিনি বলেছেন, ‘সেই ছোটবেলা থেকেই স্যাম বাহাদুরের গল্প মা-বাবার কাছে অনেক শুনেছি। এরপর যখন স্ক্রিপ্ট শুনলাম, আমি আর আমার মধ্যে ছিলাম না। তিনি শুধু যে দেশপ্রেমিক ছিলেন তা নয়, তিনি আমার কাছে সত্যিকারের হিরো। পর্দায় তাঁকে ফুটিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করব।’ শনিবার সকালে ভিকি কৌশল নিজের সোশ্যাল মিডিয়ার পেজে এই ছবির নাম ঠিক হওয়ার খবর শেয়ার করেছেন। একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। সেখানে গুলজারের ভয়েস ওভারে মানেকশয়ের নানা নামের উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘অনেক নামে ডাকা হয়েছে, তবে একটি নামেই আমাদের আপন হয়েছেন তিনি।’ ছবির নাম ঘোষণা করে ভিকি লিখেছেন, ‘একজন লেজেন্ড। সাহসী হৃদয়। আমাদের শ্যাম বাহাদুর… ফিল্ম মার্শালের জন্মবার্ষিকীতে #শ্যামবাহাদুর। গল্প তার নাম খুঁজে পেল। শ্যাম বাহাদুর’।” ২০১৯ সালেই এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক-প্রযোজক। ভিকির ‘ফার্স্ট লুক’-ও তাঁরা প্রকাশ করেছিলেন। কিন্তু ছবির নাম কী দেবেন তা ঠিক করতে পারেননি পরিচালক-প্রযোজক। অবশেষে তাঁরা নাম খুঁজে পেয়েছেন। স্যাম মানেকশ-র জন্ম অমৃতসরে। ১৯১৪ সালের ৩ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে ভারতীয় সেনার প্রথম ফিল্ড মার্শাল হিসাবে যোগ দেন এই বীর সেনানী। ১৯৪২ সালে জাপানের সঙ্গে যুদ্ধের সময় তাঁর সারা শরীর ঝাঁঝরা করে দেয় ৯ টি বুলেট। এরপর থেকেই শুরু হয় তাঁর জয়যাত্রা। ১৯৭১ সালের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয়ের নেপথ্য নায়ক হিসাবে পরিচিত পান মানেকশ। আর সেই জয়ের সফরই এবার পর্দায় ফুটে উঠবে ‘স্যাম বাহাদুর’ হিসাবে।

The man. The legend. The brave heart.Our Samबहादुर…On the birth anniversary of Field Marshal #SamManekshaw, his story has found its name. #SamBahadur

Posted by Vicky Kaushal on Saturday, 3 April 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *