প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজের জন্মদিনে ভক্তদের আইফোন উপহার দেবেন প্রেমিক সুকেশ চন্দ্রশেখর! সুকেশ এখন বর্তমানে দিল্লির কারাগারে বন্দী আছে। 200 কোটি টাকার তছরুপের মামলায় অভিযুক্ত হওয়ার পরে গ্রেপ্তার হন সুকেশ। কিন্তু তাঁর আগে পর্যন্ত তিনি জ্যাকুলিনের সঙ্গে সম্পর্কে ছিলেন বলে জানা যায়। চিঠির মধ্যে, সুকেশ ১১ অগাস্ট জ্যাকলিনের ৩৯ তম জন্মদিন নিয়ে তাঁর উত্তেজনা প্রকাশ করেছেন এবং লিখেছেন যে তিনি অভিনেত্রীর ভক্তদের ১০০টি আইফোন ফিফটিন প্রো দেবেন। সম্বোধনে জ্যাকলিনকে তাঁর ‘বেবি গার্ল’ এবং তাঁর ‘সোলমেট’ বলে অভিহিত করেছেন সুকেশ। তিনি লিখেছেন “যারা জ্যাকলিনের নতুন গান ইয়াম্মি ইয়াম্মি কে সমর্থন করেছেন, তাঁদের জন্য এখন থেকে ৩০ দিনের মধ্যে, আইফোন ফিফটিন প্রো-দেওয়ার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে, ১০ই জুলাই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুকেশের টাকা তছরুপের মামলায় জ্যাকলিনকে নতুন করে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিলেন। হাই-প্রোফাইল লোকেদের প্রতারণা করার সাথে সম্পর্কিত এই মামলায় তদন্তকারী সংস্থা তাঁকে অতীতেও জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা যায়।