অসুস্থতার কারণে অমিতাভ বচ্চনের নিজে হাতে নেওয়া হল না দাদা সাহেব ফালকে

সেই সত্তরের দশক থেকে আজ অবধি ফিল্মি দুনিয়ায় অপরিসীম অবদান তাঁর। পদ্মভূষণ, পদ্মশ্রী আগেই পেয়েছিলেন তিনি। এবার মুকুটে যোগ হল আরও একটি পালক। অভিনয়ের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। ভারত সরকার এবারে এই সম্মানের জন্য বেছে নিয়েছে বিগবি-কে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি প্রেস বিবৃতিতে একথা আগেই ঘোষণা করা হয়েছিল।  ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ফিল্মজগতের বিশিষ্টদের এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ১৯৬৯ থেকে এই পুরস্কার চালু হয়েছে। সত্যজিৎ রায়, রাজ কাপুর, গুলজার, বিনোদ খান্নার মতো কিংবদন্তীদের এর আগে ওই সম্মান প্রদান করা হয়েছে। এবার সেই সম্মান পেলেন বিগবি।  তবে দুঃখের বিষয় নিজে হাতে তিনি এই পুরস্কার গ্রহণ করতে পারলেন না। অসুস্থতার কারণেই এদিনের অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় গতকালই নিজেই ভক্তদের এই খবর দেন বলিউডের শাহেনশা। রবিবার ট্যুইট করে বিগ বি জানান, ‘জ্বরে কাবু হয়ে পড়েছি। ভ্রমণের অনুমতি নেই। কাল দিল্লিতে জাতীয় চলচ্চিত্র উত্‍‌সবের অনুষ্ঠানে যেতে পারছি না। খুবই দুর্ভাগ্যজনক। দুঃখ হচ্ছে।’ দিল্লির বিজ্ঞান ভবনে বার্ষিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই আসর বসেছিল। সাধারণত রাষ্ট্রপতিই বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। কিন্তু এ বছর অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর বদলে এবছর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। মন্ত্রকের মন্ত্রী প্রকাশ জাভরেকরও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।