‘আবার ফিরে এল’ গানে ভালোবাসার ছোঁয়া দিল ‘দ্বিতীয় পুরুষ’

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সৃজিত মুখার্জির ‘বাইশে শ্রাবণ’ ছবির সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’। প্রথম দিন থেকেই এই ছবি নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে। মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘দ্বিতীয় পুরুষ’-এর যে কটা দিন গানটির রিপ্রাইজ ভার্সন। সঙ্গে ভিডিয়ো। রবিবার প্রকাশ্যে এল এই ছবির আরও একটি গান ‘আবার ফিরে এলে’-র ভিডিয়ো। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। অরিজিৎ এর কন্ঠে যেন জীবন্ত হয়ে উঠল ভালোবাসার সেই মুহূর্ত।খুনসুটি আর ঝগড়াঝাটি থাকলেও, আড্ডাও তো জমাটি হয়। এই যে শাড়ির কুঁচি ধরে দেওয়া কিংবা সঙ্গীকে ধুতি পরিয়ে দেওয়া, উষ্ণতার স্নেহচুম্বনে এভাবেই হয় ঘর বাঁধা। বোধ হয় এক ছাদের তলায় থাকতে গিয়ে এই ভালোবাসাটাই প্রাপ্তি। গানের কথাতেও থাকল সেই ছোঁয়া- ‘যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে, ফিতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে’। দ্বিতীয় পুরুষে শুধুই যে থ্রিলার জমজমাট এমনটা কিন্তু নয়, জমিয়ে আছে প্রেমটাও। বাইশে শ্রাবণে অভিজিৎ আর অমৃতা অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেনের প্রেম ছিল। প্রেমের থেকেও বেশি ছিল অভিমান আর ঝগড়া। আর ঝগড়া হলেই অমৃতার ভরসা ছিল বন্ধু সূর্য, মানে আবির চট্টোপাধ্যায়। দশ বছরের কোর্টশিপের পর ফাইনালি বিয়ের পিঁড়িতে বসল অভিজিৎ-অমৃতা। সাতপাকে ঘোরার সময় সূর্যর মুখে আপাত দুঃখ ফুটে উঠলেও সোশ্যাল মিডিয়ায় মিমের দাপটে পরিচালকের কাছে এমনও আর্জি এসেছে ফেরানো হোক সূর্য-অমৃতার জুটিকে। দ্বিতীয় পুরুষে পরমব্রতর সঙ্গী হিসেবে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। অন স্ক্রিন তাঁর স্ত্রীয়ের ভূমিকায় থাকছেন রিধিমা ঘোষ। এই ছবিতে আবারও নতুন রূপে দেখা দেবেন অনির্বান ভট্টাচার্য। এক বিশেষ ভূমিকায় দেখা যাবে ঋতব্রত মুখার্জি-কেও।