উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে ১৬জনের মৃত্যুর ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি স্বরা ভাস্কর ও জেশান আয়ুব সহ একাধিক তারকার

নাগরিকত্ব সংশোধিত আইনের (CAA) বিরোধিতায় জ্বলছে যোগীর রাজ্য। কার্যত একপ্রকার রণক্ষেত্রে পরিণত হয়েছে যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশ। লখনউ থেকে কানপুর, আমেঠি থেকে প্রয়াগরাজ, মায় যোগীর খাসতালুক গোরক্ষপুরেও বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। সরকারি হিসাবে, হিংসায় মৃত্যু হয়েছে ১৬ জনের। অধিকাংশই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও বেসরকারি হিসাবে সেই সংখ্যা প্রায় ১৯-২১। এবং এখনও পর্যন্ত এর কোনও সঠিক রিপোর্ট নেই। ওই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও জেশান আয়ুব সহ একাধিক তারকা। CAA ও নাগরিকপঞ্জির প্রতিবাদে গোটা দেশের পাশাপাশি অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তরপ্রদেশের বেশিরভাগ এলাকায় । বিক্ষোভ থামাতে পুলিশ তাদের উপর গুলি চালিয়েছিল বলে অভিযোগ তোলা হয় । তা অবশ্য প্রাথমিকভাবে অস্বীকার করেছিল যোগী রাজ্যের পুলিশ । গুলিবিদ্ধ হয়ে উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের । তার মধ্যে একজন নাবালকও রয়েছে । এরপর বিজনৌরে বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক সিভিল সার্ভিস পরীক্ষার্থীর । ওই ঘটনায় অবশ্য গুলি চালানোর কথা স্বীকার করে নেয় উত্তরপ্রদেশ পুলিশ। মঙ্গলবারই যোগীর রাজ্যের পুলিশ গুলি চালানোর কথা স্বীকার করেছে। এই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের ডিজিকে ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। পুলিশের গুলিতে কেন মৃত্যু হল বিক্ষোভাকারীদের? ৪ সপ্তাহের মধ্যে ডিজির জবাব তলব করেছে কমিশন।  এদিকে কানপুরের বিক্ষোভের যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা নিয়ে ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই ঘটনাতেই বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন বি টাউনের একাংশ। এ প্রসঙ্গে স্বরা বলেন, “উত্তরপ্রদেশের সাধারণ মানুষের সঙ্গে পুলিশ যে ব্যবহার করছে তা খুবই খারাপ । রাজ্যের পরিস্থিতি খুবই শোচনীয় । যেভাবে তারা সবার বাড়িতে ঢুকে পড়ছে, মানুষকে হত্যা করছে তা দেখে মনে হচ্ছে যে পুলিশ দাঙ্গাবাজদের মতো কাজ করছে ।” একটি সাংবাদিক বৈঠক করেছিলেন স্বরা ও জেশান । উত্তরপ্রদেশের এই ঘটনার প্রতিবাদে সবর হন তাঁরা । এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন তাঁরা । এমনকী, সেই আবেদনপত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন । স্বরা ও জেশান ছাড়াও ওই আবেদনপত্রে অনুরাগ কাশ্যপ, বিক্রম আদিত্য মোতওয়ানি, অপর্ণা সেন, কঙ্কনা সেন শর্মা, মল্লিকা দুয়া ও কুকরা সইতের সই রয়েছে ।