প্রকাশ্যে এল সলমন খানের ভাগ্নি আয়াতের ছবি। ইনস্টাগ্রামে এই প্রথমবার মেয়ের ছবি শেয়ার করলেন অর্পিতা খান শর্মা। ২৭ ডিসেম্বর ছিল ভাইজানের ৫৪ তম জন্মদিন । অর্পিতা চেয়েছিলেন সলমনের জন্মদিনেই সন্তানের জন্ম দেবেন। ঠিক সেইমতোই চিকিৎসকের পরামর্শ মেনে চলছিলেন অর্পিতা। অবশেষে জন্মদিনেই দেন সুখবর। ওই দিনই আয়ূষ ও অর্পিতার ঘরে আসে কন্যাসন্তান। আর মেয়ের নাম রাখেন আয়াত শর্মা। আর এরপর নিজের ইনস্টাগ্রামে আয়াতের একাধিক ছবি শেয়ার করেছেন অর্পিতা। ছবিতে মেয়ের পাশাপাশি ছিল আয়ূষ শর্মা ও ছেলে আহিল । মেয়ের সঙ্গে একান্তেও ছবি তোলেন আয়ূষ । ছবির ক্যাপশনে অর্পিতা লেখেন, “আমাদের দুনিয়ায় তোমাকে স্বাগত”। ২০১৪ সালের নভেম্বরে তাজ ফলকনুমা হোটেলে আয়ূষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অর্পিতা। ২০১৬ সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান আহিলের। এরপর ২০১৯-এর ২৭ ডিসেম্বর জন্মায় আয়াত।