এখনই অবসর নিচ্ছেন না বিগ বি

বর্তমানে হিমাচলপ্রদেশে ব্রহ্মাস্ত্রের শ্যুটিং-এ ব্যস্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। ওই ফিল্মে তাঁর সঙ্গে থাকছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দিন কয়েক আগেই ব্লগে পোস্ট করে নিজের অবসরের ভাবনা প্রকাশ করেছিলেন বিগ বি। যা দেখে শোরগোল পড়ে গিয়েছিল ভক্তদের মধ্যে। তবে এখনই যে তিনি রণে ভঙ্গ দিচ্ছেন না, তা আপাতত স্পষ্ট হয়ে গিয়েছে। সম্প্রতি ব্রহ্মাস্ত্রের সেটের একটি ছবি পোস্ট করেছেন বলিউডের শাহেনশা। তা দেখেই আশ্বস্ত ফ্যানেরা। ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেন অমিতাভ। ছবি পোস্ট করে তিনি জানিয়েছে, মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে চলছে শ্যুটিং। ছবিতে কালো জ্যাকেট লাল চেকারড শার্ট ও টিনটেড সানগ্লাস পরে দেখা গিয়েছে। বিগ বি-র কুল লুক ফ্যানেদের পাশাপাশি মুগ্ধ করেছে তাঁর কন্যা শ্বেতা বচ্চনকেও। তাঁর প্রতিক্রিয়া, ‘ড্যাডি কুল’।