কোচবিহারে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন সারেগামাপা খ্যাত শিল্পী দীপায়ন সরকার। পুজোর পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছিলেন শিল্পী। শনিবারও তার ব্যতিক্রম হয়নি। ওইদিন রাতে কোচবিহার শহরের চালতাতলায় একটি সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অনুষ্ঠান করতে যাচ্ছিলেন দীপায়ন তাঁর দল। তাঁদের সঙ্গে ছিলেন দীপায়নের স্ত্রী-ও। শিলিগুড়ি থেকে একটি গাড়িতে তাঁরা কোচবিহার যাচ্ছিলেন। রাত সাড়ে দশটা নাগাদ পুন্ডিবাড়ি থানার পাতলাখাওয়া এলাকায় পৌঁছন শিল্পী এবং তাঁর দলের লোকজন। সেই সময় অন্য একটি যাত্রীবাহী গাড়ি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। আচমকাই দু’টি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। তাতেই শিল্পীর গাড়ি নিয়ন্ত্রণ হারায়। বেসামাল হয়ে গাড়িটি উলটে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ি দু’টিই দ্রুত গতিতে ছুটছিল। একে অপরের সামনে চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শিল্পী দীপায়ন সরকারের গাড়িটি একেবারে উলটে যায়। তাই গাড়ির ভিতরে থাকা যাত্রীরা গুরুতর চোট পান। এই দুর্ঘটনার পর রাতে বেশ কিছুক্ষণ রাস্তায় পড়েছিলেন জখম শিল্পী দীপায়ন সরকার, তাঁর স্ত্রী এবং তাঁর দলের অন্যান্যরা। কিছুটা পরে স্থানীয়রাই শিল্পীকে উদ্ধার করেন। তড়িঘড়ি কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনায় জখমদের। ওই শিল্পীর স্ত্রী সহ আরও দু’জন হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।