‘দ্য বিগ বুল’-এ চমক অভিষেকের

১৯৯২ সালে সিকিউরিটি স্ক্যামে নাম জড়িয়েছিল স্টক ব্রোকার হর্ষদ মেহতার। আর্থিক দুর্নীতির মামলায় ফেঁসেছিলেন তিনি। এবার তাঁর গল্প নিয়েই সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। ছবির নাম ‘দ্য বিগ বুল’। আর সেই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন অভিষেক বচ্চন। নিজের ইনস্টাগ্রাম পেজে ছবির প্রথম ঝলক শেয়ার করলেন জুনিয়ির বচ্চন। সোশ্যাল মিডিয়ায় নিমেষে নজর কেড়েছে অভিষেকের এই ছবি। চুলের কায়দা এবং চশমার সাজে একেবারে নয়া লুকে ধরা দিয়েছেন অভিষেক বচ্চন। পোস্টার শেয়ার করে অভিষেক লিখেছেন, ‘দ্য বিগ বুল! এমন একজন যে ভারতকে স্বপ্ন ফেরি করে বেড়ায়।’ যদিও পোস্টারে অভিষেকের মুখ প্রায় দেখাই যাচ্ছে না। অন্ধকারে ডুবে রয়েছে তাঁর চাহনিও। অভিষেকের এমন নয়া অবতার চোখ টেনেছে ঋষি কাপুরেরও। নিজেই ট্যুইট করে অভিষেকের প্রশংসা করেছেন তিনি। শুধু ঋষি কাপুরই নন, অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ জোয়া আখতার, কার্তিক আরিয়ান, রীতেশ দেশমুখ এবং অনিল কাপুররাও। প্রত্যেকেই নায়কের লুক নিয়ে বাহবা জানিয়ে ট্যুইট করেছেন।  ছবিটির পরিচালক কুকি গুলাটি। প্রযোজনা করছেন অজয় দেবগণ। এই প্রথমবার অভিষেকের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজও।