নিজের প্রথম নায়ক তাপস পালের প্রয়াণে শোকস্তব্ধ মাধুরী দীক্ষিত নেনে

প্রয়াত অভিনেতা তাপস পালের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। রঞ্জিত মল্লিক, সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা মুখার্জী, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব ছাড়াও টলিউডের একাধিক কলাকুশলিরা শোকবার্তা জ্ঞাপণ করেছেন তাপস পালের অকালপ্রয়াণে।  টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছিলেন তাপস পাল। ১৯৮৪ সালে ১০ আগস্ট মুক্তি পায় হিরেন নাগ পরিচালিত রাজশ্রী প্রোডাকশনের পারিবারিক ছবি ‘অবোধ’। এই ছবিতে নায়কের ভূমিকায় ছিলেন তাপস। তাঁর বিপরীতে নায়িকার ভূমিকায় ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এই ছবিতেই প্রথমবারের জন্য রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি।  প্রয়াণের পর নিজের প্রথম নায়ককে স্মরণ করলেন মাধুরী দীক্ষিত নেনে। এদিন তিনি ট্যুইটারে জানিয়েছেন, ‘তাপস পালের মৃত্যুতে আমি শোকাহত, কেরিয়ারের শুরুর দিকে ওনার সঙ্গে কাজ করেছিলাম আমি। ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করি।’