বছর শুরুতেই ‘তুফান’ তুললেন ফারহান আখতার

ফের একবার অ্যাথলেটের ভূমিকায় ফারহান আখতার। মিলখা সিংয়ের বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ’-এ মিলখা সিং হয়েছিলেন তিনি। এবার এক বক্সারের ভূমিকায় দেখা যাবে ফারহানকে। তবে এটি কোনও স্পোর্টস ড্রামা নয় । একটি ফিকশনাল স্টোরি । ছবিতে তাঁর চরিত্রের নাম অলোক ওবেরয় । নতুন বছরের শুরুতেই তাঁর আগামী ছবি ‘তুফান’-এ তাঁর লুক প্রকাশ্যে এনেছেন অভিনেতা তথা প্রযোজক ফারহান আখতার। ছবির পোস্টারে একজন বক্সারের লুকে দেখা যাচ্ছে ফারহানকে। পেশীবহুল শরীর । চোখে মুখে স্পষ্ট রাগ। পরনে বক্সিং জার্সি, হাতে গ্লাভস, বক্সিং রিংয়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অভিনেতাকে।   ‘তুফান’-এর পরিচালনা করছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। ছবির সঙ্গীত পরিচালনা করছেন শঙ্কর-এহসান-লয় এবং তানিস্ক বাগচী। ছবির ব্যকগ্রাউন্ড মিউজিক করছেন সন্দীপ শিরোদকার। সোশ্যাল মিডিয়ায় তাঁর লুক শেয়ার করে ফারহান লিখেছেন, ”যখন কঠিন সময় আসে, তখন নিজেকে আরও শক্ত হতে হয়। এবছর ‘তুফান’ উঠবে। ছবিটি মুক্তি পাবে ২ অক্টোবর, ২০২০।” ছবি সম্পর্কে ফারহান বলেন, “ছবিটি শুধুমাত্র বক্সিংয়ের উপর ভিত্তি করেই তৈরি নয় । এখানে একাধিক সম্পর্কের কথা বলা হয়েছে । বক্সিং শুধু তার একটা অংশ মাত্র । এটিও ‘ভাগ মিলখা ভাগ’-এর মতোই একটি ছবি । সেখানেও মিলখা সিংয়ের গল্প তুলে ধরা হয়েছিল । এরপর একাধিক দৌড় তুলে ধরা হয়, কারণ তিনি একজন স্প্রিন্টার । এছাড়া ছবিতে তাঁর অতীতের একাধিক কাহিনি তুলে ধরা হয়েছে।” স্ক্রিনে এই চরিত্র ফুটিয়ে তুলতে অনেক কসরত করেছেন ফারহান । অনুশীলনের সময় একবার তাঁর হাতে হেয়ারলাইন ফ্র্যাকচারও হয়েছিল । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি । ফারহান ছাড়াও ‘তুফান’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল ও ম্রুনাল ঠাকুর । সব ঠিক থাকলে ২০২০ সালের ২ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।