বদলে গেল রাজকুমার ও নুসরত-এর ছবির নাম

বদলে ফেলা হল রাজকুমার রাও ও নুসরত বারুচার আগামী ছবি ‘তুররাম খান’-এর নাম। রাজকুমার সোশ্যাল মিডিয়ায় নিজেই একাথা জানান। ২০১০ সালে লাভ সেক্স ও ধোকা-র পরে নুসরত ও রাজকুমারের দ্বিতীয় ছবি এটি। ছবিটি একটি সামাজিক বার্তাবাহক কমেডি ফিল্ম। উত্তরপ্রদেশের ছোট্ট শহরের গল্পকে ধরা হবে এই সিনেমায়।  ছবির অভিনেতারা সোশ্যাল মিডিয়ায় নাম পরিবর্তনের কথা শেয়ার করেছেন ছবি দিয়ে। জানিয়েছেন, এক দল, এক ছবি, একই মুক্তির দিন। শুধু একটা নতুন নাম ‘ছালাং’। যদিও নাম পরিবর্তনের কারণ কোথাও জানানো হয়নি। ছবিটি পরিচালনা করছেন হনসাল মেহতা, প্রযোজক অজয় দেবগণ, লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। ছবির নাম বদলে রাখা হচ্ছে ‘ছালাং’। আগামী বছর ৩১ জানুয়ারি ছবি মুক্তি পাওয়ার কথা।