বাইচুং ভুটিয়ার কাছে ফুটবল কিক শিখলেন দেব

বাইচুং ভুটিয়ার কাছে ফুটবল প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেতা সংসদ দেব। দেবের সিনেমায় বিষয় হিসেবে স্পোর্টস আগেও উঠে এসেছে।লে ছক্কা আর চ্যাম্প-এর বিষয়বস্তু ছিল ক্রিকেট ও বক্সিং। এবার অবশ্য বিষয় বাঙালির নিজস্ব খেলা ফুটবল। কিংবদন্তী ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করছেন দেব। আমাজন অভিযানের পর ফের ভেঙ্কটেশের সঙ্গে জুটি বাঁধলেন দেব। আজ সকালে শীতের আমেজে ভোরবেলায় বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে ফুটবল নিয়ে নেমে পড়লেন গোলন্দাজের নায়ক।  বাইচুং ছাড়াও এদিন মাঠে ছিলেন মাঠে ছিলেন দুলাল দে। ইতিহাসের পথ ধরেই এগোবে দেবের এই সিনেমার গল্প। পরতে থাকবে বাঙালিয়ানাও। দেবের সঙ্গে আজ মাঠে উপস্থিত ছিলেন ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়-ও। এদিন খেলার বিভিন্ন পদ্ধতি বাইচুং শেখালেন দেবকে। মন দিয়ে শিখলেন দেব। জানুয়ারীর প্রথম সপ্তাহেই শুরু ছবির শ্যুটিং।

https://www.facebook.com/photo.php?fbid=2487215187994626&set=a.418891758160323&type=3&eid=ARDsLFC5cc-J0nfePc-gFHi4rALOaYrOpeVyt3iYH55dJoVa3ZtksfcF8lGKMyJ9cWXL7AeDPB2ptIh_

https://www.facebook.com/photo.php?fbid=10221174047160673&set=a.1210868831764&type=3&eid=ARA_fBHx-X-z0JyFVFzX1xCaqoQCyeQbJmRwYAnQmM69j6C2sZ9rH0EWWBi5OXHaskThbS2hL-ZX637r