‘মন্নত’-এর ঘরভাড়া কত চাইলেন কিং খান!

টুইটারে ফ্যানদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মেতে থাকা শাহরুখ খানের পুরনো অভ্যাস। এর আগেও বেশ কয়েকবার কিং খান ভক্তদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ চ্যালেঞ্জে মেতেছিলেন। ঠিক এমনটাই হয়েছিল বুধবারও। বেশ খানিকক্ষণের জন্য টুইটারে লাইভ চ্যাটে এসেছিলেন শাহরুখ খান। প্রিয় অভিনেতাকে পছন্দের প্রশ্ন করার সুযোগ ছাড়তে চাননি কেউই। এই চ্যাটিংয়ের মাঝেই এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করে বসেন, ‘স্যার মন্নতে একটা ঘর ভাড়া চাই। কত দাম পড়বে?’ ফ্যানের এমন প্রশ্নের দারুণ মজা করে জবাব দিয়েছেন শাহরুখও। অভিনেতা লিখেছেন, ‘৩০ বছরের মেহনত দরকার’। #asksrk চ্যালেঞ্জে এসেছিল আরও নানান প্রশ্ন। তার মধ্যেই একজন কেমিস্ট্রি পড়ার জন্য শাহরুখের সাহায্য চেয়েছিলেন। সেই ভক্তকে শাহরুখ বলেন, ‘এই ব্যাপারটা সুস্মিতা সেন ভাল বলতে পারবেন।’ প্রসঙ্গত, ফারহা খানের ছবি ‘ম্যায় হু না’ ছবিতে শাহরুখের কেমিস্ট্রি শিক্ষিকা ছিলেন সুস্মিতা সেন। তবে রিল লাইফের কেমিস্ট্রিতে শাহরুখের জুড়ি মেলা ভার। তাই তাঁকেই কেমিস্ট্রি পড়ার সহজ উপায় জিজ্ঞেস করেছিলেন এক ভক্ত। জবাবে শাহরুখ বলেন, তাঁর বদলে এই জবাব অনেক ভাল দিতে পারবেন সুস্মিতা সেন। প্রকাশ্যে বেশ কয়েকবার কিং খানকে বলতে শোনা গিয়েছে ছোট ছেলে আব্রামের থেকে প্রতিদিন নিত্যনতুন জিনিস শেখেন তিনি। এদিন তাই অভিনেতা রীতেশ দেশমুখ শাহরুখের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আব্রামের থেকে শেখা একটা জিনিস বলুন।’ পাল্টা টুইটে শাহরুখের জবাব, ‘যখনই খিদে পাবে, কিংবা রাগ হবে বা খুব দুঃখ হবে শুধু নিজের প্রিয় ভিডিও গেম খেলতে খেলতে একবার হাল্কা করে কেঁদে নাও…’।