মুক্তি পেল ‘মায়াকুমারী’-র ফার্স্ট লুক পোস্টার  

আজ বাংলা সিনেমাপ্রেমীদের কাছে এক বিশেষ দিন। আজ শতবর্ষে পা দিল বাংলা চলচ্চিত্র। এমন দিনেই দর্শকদের জন্য বিশেষ উপহার নিয়ে এলেন পরিচালক অরিন্দম শীল। তাঁর  আগামী ছবি ‘মায়াকুমারী’-র ফার্স্ট লুক পোস্টার  মুক্তি পেল আজ।  ছবির প্রথম পোস্টারটি ট্যুইট করেছে প্রযোজনা সংস্থা ক্যামেলিয়া প্রোডাকশনস। টুইটে লেখা হয়েছে, বাংলা ছায়াছবির শতবর্ষ পূর্ণ হলো! উজ্জ্বল ইতিহাসের সাক্ষী হয়ে আছে বাংলা ছবির এক স্বর্ণযুগ, যাকে সম্মান জানাতে, আসছে ‘মায়াকুমারী’। এই ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে ও আবির চট্টোপাধ্যায়-কে।আগামী গ্রীষ্মেই মুক্তি পাবে ‘মায়াকুমারী’।