শিবাজী ট্রিলজি আনতে চলেছেন নাগরাজ-রীতেশ

আগামীদিনে তৈরি হতে চলেছে শিবাজী মহারাজের জীবনের উপর বহুভাষী ট্রিলজি। ছত্রপতি শিবাজী মহারাজের ৩৯০তম জন্ম জয়ন্তীতে এমনটাই ঘোষণা করলেন সাইরাট ছবির পরিচালক নাগরাজ মঞ্জুলে এবং অভিনেতা রীতেশ দেশমুখ। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে শ্যুটিং। ২০২১ সালেই মুক্তি পাবে এই ছবি। নাগরাজ মঞ্জুলে প্রোমো ট্যুইট করে লিখেছেন, ‘এক স্বপ্ন পূরণের চৌকাঠে দাঁড়িয়ে। শিবাজীর জন্মদিনে এই ঘোষণা করতে খুবই গর্ববোধ হচ্ছে আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে শিবরাত্রি।’ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে রীতেশের প্রোডাকশন সংস্থা ‘মুম্বই ফিল্ম কোম্পানি’। এই ঘোষণার টিজার ট্যুইট করে রীতেশ লিখেছেন, “Proud to present. Seeking your blessings, Jay Shivray.”।  এই ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অজয়-অতুল।