সলমন খানের জন্মদিন পার্টিতে হাজির বলি পাড়ার নক্ষত্ররা, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার প্লাবন

শুভ জন্মদিন, সলমান খান। আজ ৫৪-এ পা রাখলেন বলিউড ভাইজান। গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে সুপারস্টারের বার্থ ডে সেলিব্রেশন। তাঁর খানদান এবং ইন্ডাস্ট্রির বন্ধুদের সাথে তাঁর জন্মদিন পালন করেছেন দাবাং স্টার। সলমানের জন্মদিন উপলক্ষ্যে ভাই সোহেল খানের বাড়িতে আয়োজিত হয়েছিল বার্থডে ইভ পার্টি। সলমনের গুজব বান্ধবী আইলিয়া ভান্টুর এবং তাঁর বাবা সলিম খান, সৎ মা হেলেন ও বড় ভাই আরবাজ সহ তারকাদের পরিবারের সকলেই উপস্থিত ছিলেন ভাইজানের জন্মদিনের পার্টিতে। সলমানের জন্মদিন ব্যাশ-এর ​​অতিথি তালিকায় ছিল শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, তব্বু, তাঁর দাবাং থ্রি সহশিল্পী সোনাক্ষী সিনহা, সায়ি মাঞ্জেরেকর এবং কিচ্চা সুদীপ, তুষার কাপুর, রবিনা ট্যান্ডন, ডেইজি শাহ, সঙ্গিতা বিজলানি, আয়ুষ শর্মা, সমীর সোনি, অতুল অগ্নিহোত্রী, আলভিরা খান,বিদ্যা বালান ও তাঁর চলচ্চিত্র নির্মাতা স্বামী সিদ্ধার্থ রায় কাপুর, আদিত্য রায় কাপুর, পুলকিত সম্রাট এবং অভিনেত্রী বান্ধবী কৃতি খারবান্দা, ববি দেওল এবং স্ত্রী তানিয়া দেওল, এলি অভ্রাম, হুমা কুরেশি, সাজিদ নাদিয়াদওয়ালা ও তাঁর স্ত্রী ওয়ারদা খান, উর্বশী রাউতেলা, অ্যাশলে রেবেলো, স্নেহা উল্লাল এবং আরও অনেকে।  নীল টি-শার্ট, ডেনিমস এবং ব্রাউন জ্যাকেটে বরাবরের মতো ড্যাশিং লুকে হাজির ছিলেন বার্থ ডে বয় সল্লু ভাই। মধ্যরাত থেকেই সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে শুভেচ্ছার প্লাবনে। বরুণ ধাওয়ান, পলক মুছাল, এজাজ খানের পাশাপাশি গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সংগীতশিল্পী রেড ওয়ান-ও ভাইজানকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন। ভাইজানের জন্মদিনের পার্টির বিভিন্ন মুহুর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে।

https://www.instagram.com/p/B6jWVannKVm/?utm_source=ig_web_copy_link

View this post on Instagram

Happy Birthday Bhai #salmankhan

A post shared by Akash Kapoor (@akash_kap) on

https://www.instagram.com/p/B6jvCmSnPBN/?utm_source=ig_web_copy_link