সামনে এল সৃজিতের মগনলাল

নিজের নতুন ফেলুদা, তোপসে, জটায়ু-র সঙ্গে আগেই পরিচয় করিয়ে দিয়েছেন পরিচালিক সৃজিত মুখোপাধ্যায়। জোর কদমে চলছে ফেলুদা ফেরতের শ্যুটিং। আড্ডাটাইমসের ব্যানারে এই ওয়েব সিরিজের জন্য সৃজিত বেছে নিয়েছেন দুটি গল্প। ছিন্নমস্তার অভিশাপ এবং যত কাণ্ড কাঠমাণ্ডুতে। সিরিজ ঘোষণা হবার পরই সৃজিত জানিয়েছিলেন ফেলুদা, তোপসে এবং মগনলালের চরিত্রে তিনি নতুন মুখ নেবেন। সেই মতোই বাঙালির নতুন ফেলুদা হয়েছেন টোটা রায়চৌধুরী। তবে টোটাকে ফেলুদা হিসেবে নির্বাটিত করার পর অনেকেই বলেছিলেন ভুল নির্বাচন। কিন্তু যত দিন গড়িয়েছে, ফেলুদা হিসেবে টোটার দু একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে তাঁরাই তারিফ করেছেন। তোপসের ভূমিকায় তিনি বেছেছেন কল্পক মিত্রকে। জটায়ুর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী। বাদ ছিল মগনলাল মেঘরাজের চরিত্রটি। বৃহস্পতিবার তাঁর নতুন মগলালের ছবি প্রকাশ করলেন পরিচালক। মগনলাল মেঘরাজের চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। ‘কি আঙ্কল’ এবার শোনা যাবে খরাজের মুখে। সেই সঙ্গে একটি রেখাচিত্রও প্রকাশ পেয়েছে। মগনলালের চরিত্রে খরাজও যে মানানসই তা বোঝা যাচ্ছে।এখন অপেক্ষা সময়ের। পরিচালক হিসেবে টলি ইন্ডাস্ট্রিতে অভিষেকের দশ বছর পূর্ণ হল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। পরিচালক হিসেবে তাঁর অনেকদিনের স্বপ্ন ছিল ফেলুদাকে নিয়ে কাজ করবেন। কিন্তু মিলছিল না সুযোগ। অবশেষে অনুমতি পেয়েছেন তিনি।  নিজের মনের মতো করে জমিয়ে তৈরি করছেন ফেলুদা ফেরত।