সেলুলয়েডে শুরু হবে বালাকোটের এয়ারস্ট্রাইক

উরির সার্জিক্যাল স্ট্রাইক বলিউডের পর্দায় দেখেছে দর্শক। এবার বলি পর্দায় দেখা যাবে বালাকোটের এয়ারস্ট্রাইক। তবে একটি নয় এই বিষয়কে কেন্দ্র করে তৈরি হচ্ছে দুটি ছবি। যার মধ্যে একটি ছবির ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছেন বিবেক ওবেরয়। ছবির নাম ‘বালাকোট- দ্য ট্রু স্টোরি’। অন্যটি প্রযোজনা করবেন সঞ্জয় লীলা বনশালি ও ভূষণ কুমার। ভারতীয় বায়ুসেনাকে অভিবাদন জানানোর জন্য এবং শ্রদ্ধাজ্ঞাপন করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন প্রযোজকরা। শুধু তাই নয়, এই ছবির লাভের একটা বড় অংশ তুলে দেওয়া হবে ভারতীয় সেনার তহবিলে। এই ছবিটি পরিচালনা করছেন অভিষেক কাপুর। ভূষণ কুমার টুইট করে এ কথা জানান। তিনি লিখেছেন, ছবিটি পরিচালনা তো অভিষেক করছেনই, সঙ্গে চিত্রনাট্য লেখার দায়িত্বটাও তিনিই সামলাচ্ছেন। বনশালি প্রোডাকশনসের তরফ থেকেও ছবির পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে অভিষেক কাপুরের নাম ঘোষণা করা হয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্র অবশ্যই অভিনন্দন বর্তমান। কিন্তু এই চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি। ছবির নামও এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ছবির নাম হতে পারে ‘২০১৯ বালাকোট এয়ারস্ট্রাইক’। এবছরে মাঝামাঝিই শুরু হবে ছবির শুটিং।