‘ইন্ডিয়ান প্যানোরমা ২০২০’-র তালিকায় জায়গা করে নিল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ এবং ‘অভিযাত্রিক’

‘ইন্ডিয়ান প্যানোরমা ২০২০’-র তালিকায় জায়গা করে নিল অরিত্র মুখার্জির ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ আর শুভ্রজিৎ মিত্রের ‘অভিযাত্রিক’। গতকাল এর সম্পূর্ণ তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর। এও বাংলা সিনেমা দু’টির পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি, ইংরেজি, কন্নড়, মালয়ালম, মারাঠি ছবি জায়গা করে নিয়েছে এই তালিকায়। ‘ইন্ডিয়ান প্যানোরমা ২০২০’-র তালিকায় জায়গা পেয়ে বেজায় খুশি ছবির কলাকুশলীরা। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন ঋতাভরী চক্রবর্তী। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ঋতাভরী লেখেন, ‘কিছু কিছু মুহূর্তকে শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। আজ সেরকমই এক মুহূর্ত। আজ ইন্ডিয়ান প্যানোরমাতে আমাদের ছবি ব্রহ্মা জানেন গোপন কম্মটি অফিসিয়ালি সিলেক্টেড হল। চোখের জল আজ বাধ মানবে না। এই আনন্দাশ্রু, এই অনুভুতি, এই উদযাপন আমাদের ব্রহ্মা জানেন গোপন কম্মটি টিমের সবার’।