শুটিং চলাকালীন অসুস্থ মিঠুন চক্রবর্তী

শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী। এই মুহূ্র্তে আপকামিং ছবি ‘দা কাশ্মীর ফাইলস’-এর শুটিংয়ের জন্য মুসৌরিতে রয়েছেন মিঠুন। গতকাল গভীর রাতে হঠাৎই তাঁর শরীর খারাপ হয়ে যায়। তাঁর বমি হচ্ছিল বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চিকিৎসকদের। হোটেলে তাঁকে দেখতে যায় চিকিৎসকদের একটি টিম। সূত্রের খবর, ডায়ারিয়া হওয়ার জন্যই তাঁর বমি হচ্ছিল। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে শরীর খারাপ থাকায় শুটিং স্পটেও যেতে পারেননি তিনি।