আসতে চলেছে আবীর চট্টোপাধ্যায়ের অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘অবরোধ ২’

ওয়েব সিরিজের হাত ধরেই প্রথমবার বলিউডে পা রাখলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। আগেই প্রকাশ্যে এসেছিল অভিনেতার চরিত্রের লুক। এবার ঘোষিত হল ওয়েব সিরিজটির মুক্তির দিন। আগামী ২৪শে জুন সোনি লিভ-এ মুক্তি পাবে ‘অবরোধ ২’। সোনি লিভ ইন্ডিয়া নিজেই তাদের সোশ্যাল মিডিয়ায় সিরিজের অফিসিয়াল পোস্টার এবং মুক্তির দিন ঘোষণা করে। সিরিজে আবীরকে দেখা যাবে একজন আর্মি অফিসারের ভূমিকায়।

https://www.instagram.com/p/Ce5-76AtLf7/?utm_source=ig_web_copy_link