নতুন সিরিজে অভিনয় করছেন পরমব্রত

টলিউডের অনেক তারকারাই একে একে পা রেখেছেন বলিউডের দুনিয়ায়। তেমনই এক জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, বলিউড জগতে তার স্থান শক্ত করছেন। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, জি ফাইভ, লায়নসগেট প্লে-মতো প্ল্যাটফর্মে কাজ করার পর এবার অভিনেতাকে দেখা যাবে সোনি লিভ প্ল্যাটফর্মে, তার নতুন সিরিজ ‘জেহানাবাদ’ সিরিজে। ওয়েব সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজীব বার্নওয়াল এবং সত্যাংশু মিশ্র। এবছরের শেষেই শুরু হবে সিরিজের স্ট্রিমিং। তাছাড়াও অভিনেতার হতে এখন আছে একাধিক হিন্দি সিরিজ ও ছবির কাজ। সদ্য মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনীত ছবি ‘হাবজি গাবজি’। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।