ভারতীয় চলচ্চিত্র জগতে সুপার হিরো হিসাবে ‘কৃষ’, ‘ফ্লাইং জ্যাট’ কিংবা তারও আগে ‘মিস্টার ইন্ডিয়া’ ‘রা ওয়ান’ প্রভৃতি ছবির কথা বলা যায়। কিন্তু ৯০’য়ের দশকে প্রতি রবিবার, ঘড়ির কাঁটায় যেই ১২’র ঘণ্টা পড়ল, প্রতিটা বাড়িতে যেখানে টিভি সেট ছিল, সেই বড় বাক্স ওয়ালা টিভির মধ্যে দিয়ে শোনা যেত থিম মিউজিক ‘শক্তিমান-শক্তিমান-শক্তিমান’। এখনও এই নামটা শুনলে নস্টালজিক হয়ে পড়েন অনেকেই। লকডাউনের সময় একাধিক পুরনো ধারাবাহিক ফিরিয়ে আনা হয়েছিল পুনসম্প্রচারের জন্যে। তারমধ্যে শক্তিমানও ছিলও। দেখা গিয়েছে, শক্তিমানের ওপর ভালবাসা আজও কমেনি ভারতীয়দের মধ্যে। তাই এবার শক্তিমানকে নিয়ে ছবির কাজ করতে চলেছেন মুকেশ খান্না। সম্প্রতি শক্তিমানের ভূমিকায় অভিনয় করা মুকেশ জানিয়েছেন, শীঘ্রই শক্তিমানকে নিয়ে ৩টি সিনেমার সিরিজ বা ট্রিলজির কাজ শুরু করা হবে। তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে ও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী ২০২১ সালেই এই ট্রিলজির প্রথম ছবির শুটিং এর কাজ শুরু করে দেওয়া হবে। তবে এই ছবিতে শক্তিমানে’র ভূমিকায় তিনি নিজেই কাজ করবেন নাকি অন্য কাউকে কাস্ট করা হবে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।