চিরদিনের অলবিদা জানিয়ে চলে গেলেন সকলের প্রিয় সঙ্গীতশিল্পী কেকে

ইনস্টাগ্রামে এখনও তার লাইভ পারফরম্যান্স অ্যাক্টিভ। কিন্তু সে আর নেই এ জগতে চলে গিয়েছে তারাদের দেশে। সবাই তাকে এক নামে ডাকে কেকে। পুরো নাম কৃষ্ণকুমার কুন্নাথ। গোটা দুনিয়া তাকে কেকে নামেই চেনে আর সেই নামেই ভালোবাসে। কলকাতায় এসেছিলেন দুটি কলেজের অনুষ্ঠানে। গান গাওয়ার কয়েক ঘন্টা পরই চির বিদায় নিলেন এক অজানা শহরে। মঙ্গলবার রাতে কলকাতায় অসুস্থ হয়ে মৃত্যু হয় কেকে-র (৫৩)। কলকাতা ছিল তার পছন্দের শহর, নিজেই অনেক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কলকাতা তার কাছে সুরের শহর আর সেই শহরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়ক। যিনি একদিন আগে তাঁর গান দিয়ে হাসি ফুটিয়েছিল সকল ছাত্রছাত্রীদের মুখে আজ সেই সবাইকে কাদিয়ে চলে গেলেন। তাঁর গাওয়া ‘গ্যাংস্টার’, ‘হম দিল দে চুকে সনম’, ‘কাইটস’, ‘হম রহে ইয়া না রহে’, ‘খুদা জানে’, ‘অলবিদা’র মতো অজস্র গান গেয়ে মন জয় করেছিলেন সকল মানুষের। তাঁর সঙ্গীতে প্রথাগত নাকি কোনো তালিম ছিল না। ইসমাইল দরবারের হাত ধরেই ‘হম দিল দে চুকে সনম’ ছবির হাত ধরেই বলিউড জগতে প্রথম ব্রেক পান কেকে। তাঁর এই অকাল মৃত্যতে গোটা ইন্ডাস্ট্রি শোকাহত। সূত্রের খবর, বাড়ির লোকেরা ইতিমধ্যেই সিএমআরআই হাসপাতালে পৌঁছে গেছেন। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *