একই সাথে ঘোষিত হল ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার ও মুক্তির দিন

প্রকাশ্যে এলো রণবীর কপূর ও আলিয়া অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ র ট্রেলার মুক্তির দিন। আগামী ১৫ই জুন মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তার সোশ্যাল মিডিয়ায় ছবির এক ঝলক শেয়ার করে জানান ট্রেলার মুক্তির দিন। তাছাড়াও প্রকাশ হয়েছে ছবির মুক্তির দিন, আগামী ৯ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বড়পর্দায় ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ভিডিও-টিতে রণবীর কাপুর ও আলিয়া ছাড়াও দেখা গেছে মৌনী রায়কে। পরিচালক অয়ন মুখার্জীর পরিচালনায় আসতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’। ছবিটি নানা ভাষায় প্রকাশ পেতে চলেছে।

https://www.instagram.com/tv/CeN20KSDsxF/?utm_source=ig_web_copy_link