শুটিংয়ের সময় আহত হলেন সিদ্ধার্থ মালহোত্রা। এই মুহূর্তে ‘মিশন মজনু’-র শুটিং করছেন সিদ্ধার্থ। ছবিটি পরিচালনা করছেন শান্তনু বাগচী। প্রযোজনায় রনি স্ক্রুওয়ালা। ‘মিশন মজনু’ একটি অ্যাকশনধর্মী ছবি। একটা সত্যি ঘটনাকে কেন্দ্র করে এই ছবির গল্প বোনা হয়েছে। যদিও ছবির প্রেক্ষাপট এই সময়ের নয়, বিগত কয়েক বছর আগের। একটি অ্য়াকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই আহন হন সিদ্ধার্থ। হাঁটুতে প্রচণ্ড চোট পান। কিন্তু চোট পেলেও শুটিং বন্ধ করতে চাননি অভিনেতা। ওই চোট নিয়েই শুটিং করে গিয়েছেন। সূত্রের খবর, একটু উঁচু থেকে একটা ঝাঁপ দেওয়ার দৃশ্য ছিল। সেই ঝাঁপ দিতে গিয়েই হাঁটুতে প্রচণ্ড চোট পান তিনি। কিন্তু চোট পেয়েও শুটিং বন্ধ করতে চাননি সিদ্ধার্থ। হাঁটুর ক্ষততে কিছুক্ষণ বরফ ঘষার পরই তিনি ফের শুটিং শুরু করে দেন। এবং ওই হাঁটু নিয়েই টানা তিনদিন তিনি শুটিং করে গিয়েছেন। অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন।