সম্প্রতি মাদককাণ্ডে গ্রেফতার হয় অভিনেতা ও প্রাক্তন বিগ বস প্রতিযোগী এজাজ খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবির) হেফাজতে থাকার সময়েই করোনায় আক্রান্ত হলেন তিনি। এজাজের করোনা আক্রান্ত হওয়ার খবরে বিপাকে এনসিবি কর্তারা। সোমবার তাঁর করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে জানানো হয়েছে, এই কেসে কর্মরত প্রত্যেক অফিসারের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।