অনুরাগীদের নতুন বাংলা ব্যান্ড উপহার দিচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য। লাল মাটির শহর থেকে অনুরাগীদের উদ্দেশে বাংলা গানের নতুন দল ‘হুলিগানিজম’-এর ঘোষণা করলেন অভিনেতা। শুভদীপ গুহ, দেবরাজ ভট্টাচার্য, কৃশানু ঘোষ, সুশ্রুত গোস্বামী, নীলাংশুক দত্ত, প্রীতম দাস, প্রীতম দেব সরকার এবং সোমেশ্বর ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে নতুন পথ চলা শুরু করছেন অনির্বাণ। আগামী মার্চ থেকে নতুন এই ব্যান্ডের গানের লাইভ পারফরম্যান্স শুরু হবে বলেই জানিয়েছেন তিনি।