সৃজিৎ মুখোপাধ্যায়ের হাত ধরে আবারও পর্দায় ফিরছেন মহানায়ক উত্তম কুমার। প্রেম দিবসে বাংলার সিনেমা প্রেমীদের বড় উপহার দিতে চলেছেন সৃজিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁরই এক ঝলক দিয়ে বড় চমক দিলেন সৃজিৎ। সেখানে শোনা যাচ্ছে হুবহু মহানায়ক উত্তমকুমারের কণ্ঠস্বর। না এবার আর পদাতিক ছবির মতো কোনও AI-এর কারুকার্য না। বাংলার জনপ্রিয় অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ মহানায়কের কণ্ঠস্বর হয়ে উঠেছে সৃজিৎ মুখোপাধ্যায়ের ছোঁয়ায়। সৃজিৎ পরিচালিত, ‘অতি উত্তম’ ছবি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। এবার তারই অপেক্ষার অবসান হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় সৃজিতের শেয়ার করা মোশন ভিডিওতে, মহানায়ক জানিয়েছেন, এই ভ্যালেন্টাইন্স ডে-তে তাঁকে নিয়ে বানানো ‘অতি উত্তম’ ছবির ‘সঁইয়া বেইমান’ গান মুক্তি পাবে। গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও নানান কারণে সৃজিত পরিচালিত ‘অতি উত্তম’ ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে যায়। এই ছবিতে বিশেষ আকর্ষণ স্বয়ং মহানায়কের উপস্থিতি। গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, লাবনী সরকার, শুভাশিস মুখোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ‘অতি উত্তম’-এ।