ফের স্থগিত হয়ে গেল রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’ ছবি ‘সূর্যবংশী’র মুক্তি। খবর ছিল ছবি রিলিজ করবে আগামী ২ এপ্রিল। তবে এখন মহারাষ্ট্রে আবার কোভিড সংক্রমণ দ্রুত বৃদ্ধি হচ্ছে। তাই এই মুহুর্তে ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে না বলেই শোনা যাচ্ছে। প্রায় ২০০০ স্ক্রিনে এগজিবিটরের সঙ্গে নিয়মিত আলোচনাও চালাচ্ছিলেন নির্মাতারা। রোহিত বরাবর বড় পর্দার বিনোদনে বিশ্বাসী এবং এ কারণে ওটিটি প্ল্যাটফর্মের একাধিক অফার থাকা সত্ত্বেও গোটা এক বছর ধরে তিনি সিনেমাহলের ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন। একটি নয় দু’দুটি ওটিটি প্ল্যাটফর্মের থেকে বড় অফার তাঁর কাছে রয়েছে। তবে তিনি চান পুলিশদের নিয়ে এই ফিল্ম সিনেমাহলেই মুক্তি পাক যেন এগজিবিটররাও ব্যবসা করতে পারেন। সূত্রের খবর, ছবি মুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কখনও নেওয়া হয়নি, প্রযোজকর তরফ থেকে জানানো হয়েছিল ২ এপ্রিল যে ছবি রিলিজ করবে, তা নিয়ে কোনও সরকারি সিদ্ধান্ত নেননি তাঁরা। তবে আলোচিত হওয়ার তারিখগুলোর মধ্যে একটি ছিল ২ এপ্রিল। তবে কোভিডের সংক্রমণ বৃদ্ধি হতেই, সেই তারিখটি বাদ দেওয়া হয়েছে বলে জানায় সূত্র।