ফের পরিচালকের আসনে বসতে চলেছেন আর বালকি। এবার একটি থ্রিলার ছবি বানাচ্ছেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন মালায়ালাম অভিনেতা দুলকোয়ের সলমন। সূত্রের খবর, বালকির এই ছবিতে একদম অন্য রকম চরিত্রে দেখা যাবে দুলকোয়েরকে। এর আগে এমন চরিত্রে তিনি কখনও অভিনয় করেননি। জোর কদমে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। খুব শীঘ্রই শুটিং শুরু হবে। খুব বেশিদিন ধরে শুটিং করার পরিকল্পনা নেই পরিচালকের।