পরিবারের সঙ্গেই ২০২১ সালকে স্বাগত জানাবেন আয়ুষ্মান

‘চণ্ডীগড় করে আশিকি’-র শুটিংয়ের জন্য এই মুহূর্তে চণ্ডীগড়ে রয়েছেন আয়ুষ্মান খুরানা। আর সেই কারণেই এবার নতুন বছর পরিবারের সঙ্গেই কাটাবেন বলে ঠিক করেছেন তিনি। শুটিংয়ের ব্যস্ততার জন্য মুম্বই থেকে চণ্ডীগড়ে নিজের বাড়িতে তেমনভাবে যাওয়ার সুযোগ পান না আয়ুষ্মান। তাই প্রায় ১০ বছর হয়ে গিয়েছে পরিবারের সঙ্গে নতুন বছর পালনের সুযোগও পাননি। তবে এখন একটি ছবির শুটিংয়ের জন্য চণ্ডীগড়েই রয়েছেন তিনি। আর তাই এবার পরিবারের সঙ্গেই ২০২১ সালকে স্বাগত জানাবেন বলে ঠিক করেছেন অভিনেতা। আয়ুষ্মান বলেন, “প্রায় ১০ বছর হয়ে গিয়েছে চণ্ডীগড়ে পরিবারের সঙ্গে নতুন বছর পালন করিনি । এবছর যদি সবার সঙ্গে নতুন বছর পালন করতে পারি তাহলে নিজেকে ভাগ্যবান বলে মনে করব । এটা আমার কাছে অমূল্য ।” লকডাউন শুরু হওয়ার আগে শুটিং বন্ধ হওয়ার পরই চণ্ডীগড়ে পরিবারের কাছে চলে গিয়েছিলেন আয়ুষ্মান । এখনও রয়েছেন সেখানেই । একসঙ্গে অনেকগুলি দিন পরিবারের সঙ্গে কাটাতে পেরে খুবই খুশি তিনি । বলেন, “এতটা সময় পরিবারের সঙ্গে কাটিয়ে খুবই ভালো লাগছে । এই সময় পরিবারের পাশাপাশি স্কুল ও কলেজের পুরোনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গেও দেখা করার সুযোগ পেয়েছি । এটা দারুণ বিষয় ।” কিন্তু, কোরোনা ভাইরাসের জন্য এই মুহূর্তে বাড়ি ছেড়ে হোটেলে রয়েছেন তিনি। আসলে কোরোনা পরিস্থিতির মধ্যে পরিবারের সদস্যদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেন তিনি। তবে এত বছর পর যখন নতুন বছরকে স্বাগত জানানোর সময় চণ্ডীগড়ে থাকার সুযোগ পেয়েছেন, তখন সেই দিনটা পরিবারের সঙ্গেই কাটাবেন বলে ঠিক করেছেন। পরিবারের সঙ্গে এত বছর পর নতুন বছর পালনের সুযোগ পাবেন এতে খুবই খুশি আয়ুষ্মান । এ প্রসঙ্গে তিনি বলেন, “শীঘ্রই শুটিং শেষ করব । তারপর কোরোনা পরীক্ষা করানোর মতো সময় থাকবে । আশাকরি তার মধ্যে রিপোর্টও হাতে চলে আসবে । এরপর পরিবারের সঙ্গে সময় কাটাব । কারণ শুটিংয়ের জন্য এতদিন বাড়িতে যেতে পারিনি। এখন শুধু নতুন বছরের অপেক্ষায় রয়েছি ।”