অকালেই চিরঘুমে চলে গেলেন কৌতুকাভিনেতা ইউয়েন ম্যাকেনটোশ। ৫০ বছর বয়সেই মৃত্যু বিশ্বখ্যাত অভিনেতার। কিথ বিশপ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ‘দ্য অফিস’ যে চ্যানেলে সম্প্রচারিত হত, সেই টিভি চ্যানেল গোল্ড, ম্যাকেটোশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, ‘আমরা (গোল্ড) ইউয়েন ম্যাকেনটোশের মৃত্যুতে গভীরভাবে শোকাহত, মাত্র ৫০-এই চলে গেলেন তিনি।’ জানা যায়, ইউয়েন গত দুই বছর ধরে টানা বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎ গত ১৯ ফেব্রুয়ারি তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কেন এই মৃত্যু, সেই বিষয়ে কারও কাছে তথ্য নেই। বলা হয়েছে, ‘এক অজ্ঞাত কারণে শান্তিপূর্ণভাবে চলে গেলেন তিনি।’ শীঘ্রই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে পরিবার এবং ঘনিষ্ঠ, বন্ধুদের উপস্থিতিতে। পরে চলতি বছরের শেষের দিকে তাঁর স্মৃতিতে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।