‘আর আর আর’ ভাঙল নতুন রেকর্ড

এস এস রাজামৌলি পরিচালিত জে আর. এন টি আর , রামচরণ আর আলিয়া ভাট অভিনীত ‘আর আর আর’ ভাঙল সমস্ত রেকর্ড। গত ১২ দিনে এই সিনেমার বক্স অফিস সংগ্রহ ৯৫০ কোটি। ৪৫০ কোটি টাকার বিশাল বাজেটে ছবিটি নির্মিত হয়েছে। “আর আর আর” নিজামের এই বিরল কৃতিত্ব অর্জনকারী প্রথম চলচ্চিত্র।