হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও অভিনেতা ব্র্যাড পিট-এর মেয়ে শিলহো নৌভেল জোলি পিট আদালতের দ্বারস্থ হলেন। শিলহো তারা বাবা-র পদবি ব্যবহার করতে চান না। সেই কারণে তিনি লঞ্জ অ্যাঞ্জেলসের আদালতে পিটিশন দায়ের করলেন। ২০০৬ সালের ২৭ মে নামিবিয়ার সোয়াকোপমুন্ডে জন্মানো শিলহো ‘কুং ফু পান্ডা ৩’-এর কণ্ঠশিল্পীর ভূমিকায় কাজ করেন। শিলহো চান না মানুষ তাকে তার বাবা ব্র্যাড পিটের মেয়ে হিসেবে জানুক। তাঁর ইচ্ছা মা অ্যাঞ্জেলিনা জোলির মেয়েই হোক তার একমাত্র পরিচয়। ২০০৬ সাল থেকে জোলি ও পিটের ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয়। তার আগে ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক ছিল হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিসটনের। জোলি আর পিট একসঙ্গে থাকার পর তাদের জুটির নাম রাখা হয় ব্র্যাঞ্জেলিনা। কিন্তু ২০১৬ সালে দুজনের মধ্যে বিবাদ তুঙ্গে উঠলে জোলি ডিভোর্সের মামলা করেন। দু’জনের মধ্যে সম্পর্ক একবারে তলানিতে ঠেকে। জোলির অভিযোগ ছিল ব্র্যাড তার পাশাপাশি সন্তানদের ওপরও শারীরিক নির্যাতন করেন।