সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজে অভিজ্ঞতা হয়েছে টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে অনেকটাই বদলেছেন তিনি। শোনা যাচ্ছে এবার টলিউডে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতেই এই পদক্ষেপ নিতে চলেছেন রাজ ঘরনী? শুভশ্রীর স্বামী রাজের নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। ওই প্রযোজনা সংস্থার একাধিক ছবিতে অভিনয়ও করেছেন শুভশ্রী। এ বার অভিনেত্রী নিজেই প্রযোজনা সংস্থা শুরু করতে যাচ্ছেন। রাজ এবং শুভশ্রী একে অপরের সঙ্গে হাত মিলিয়েই নিজ নিজ প্রযোজনা সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন অর্থাত্ রাজের পূর্ণ সমর্থন পাবেন শুভশ্রী।