প্রথমবার পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সোনু সুদ। আসন্ন ছবি ‘ফতেহ’-এর মাধ্যমে পরিচালক, প্রযোজক এবং অভিনেতার ভূমিকায় আসছেন সনু। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ”কে। গুরুত্বপূর্ণ চরিত্রে ছবিতে থাকছেন নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘ফতেহ’-এর সেট থেকে নাসিরুদ্দিন শাহ -এর সঙ্গে কয়েকটি অদেখা মুহূর্তের ছবি শেয়ার করলেন সনু। ছবিগুলিতে দেখা যাচ্ছে, পরিচালক হিসেবে প্রবীণ অভিনেতাকে শুটিংয়ের দৃশ্য বোঝাচ্ছেন সনু সুদ। শেয়ার করা ছবিগুলির সঙ্গে ক্যাপশনে সনু লেখেন, “জীবনে চলার পথে যাকে মেনে চলি, যাকে আদর্শ মনে করি, তাঁকে পরিচালনা করা ভাগ্যের ব্যাপার। আপনি আমাদের গর্ব।” ছবিটির মূল প্রেক্ষাপটে রয়েছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমের খারাপ প্রভাব তুলে ধরা হবে ছবিতে। সাইবার ক্রাইম সাধারণ মানুষের জীবনে কতটা জটিলতা তৈরি করতে পারে তা নিয়েই ছবির গল্প। হলিউডের স্টান্ট বিশেষজ্ঞ লি হুইটেকার এই ছবিতে কোরিওগ্রাফি করেছেন। তাই আশা করা যায় ছবিতে সেরা কিছু অ্যাকশন সিকোয়েন্স থাকবে। ভারত, আমেরিকা, রাশিয়া ও পোল্যান্ড সহ বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে।