৭৮তম গোল্ডেন গ্লোব পুরস্কার মঞ্চে মরণোত্তর পুরস্কার পেলেন চ্যাডউইক বোসম্যান

গত বছর আগস্ট মাসে প্রয়াত হন অভিনেতা চ্যাডউইক বোসম্যান। দীর্ঘ চার বছর ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। ৭৮তম গোল্ডেন গ্লোব পুরস্কার মঞ্চে মরণোত্তর পুরস্কার পেলেন তিনি। ড্রামা বিভাগে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন তিনি। ‘মা রায়াইন’স ব্ল্যাক বটম’ ছবিতে একজন দৃঢ়চেতা শিংগা বাদকের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এই ছবিতে অভিনয়ের জন্যই তিনি পেলেন গোল্ডেন গ্লোব মরণোত্তর পুরস্কার। তাঁর স্ত্রী সিমন বোসম্যান এই পুরস্কার নেন। এই পুরস্কার হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তারপর নিজেকে সামলে বলেন “চ্যাডউইক বেঁচে থাকলে এই পুরস্কারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতেন। নিজের মা-বাবাকে ধন্যবাদ দিতেন। তাঁদের ত্যাগের জন্য কৃতজ্ঞ থাকতেন। ছবির গোটা টিমকে ধন্যবাদ দিতে নিশ্চয়ই ভুলতেন না। ও বেঁচে থাকলে নিশ্চয়ই অনেক ভাল ভাল কথা বলত যা আমাদের সবাইকে উদ্দীপিত করত। ওঁর মতো করে বলার ক্ষমতা সত্যিই আমার নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *