ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেবেন! মনোনয়ন জমা দেওয়ার পরই ঘোষণা করলেন কঙ্গনা রানাউত। অভিনয় করতে এসে প্রথম থেকেই নিজেকে একটু আলাদা অন্যরকম রেখেছিলেন কঙ্গনা রানাউত। অভিনয়ে সাফল্য এসেছে, বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু সেখানেই না থেমে জীবনকে নিয়ে গিয়েছেন অন্য জগতেও। অভিনয়ের পরে এসেছেন রাজনীতির ময়দানে। ভোটে প্রার্থীও হয়েছেন। আর প্রার্থী হওয়ার পরই করে দিলেন বড় ঘোষণা। প্রসঙ্গত, ২০২৪ সালের এই লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়াটা কঙ্গনার ‘পলিটিক্যাল ডেবিউ’ হতে চলেছে! নিজের শহর, হিমাচল প্রদেশের মান্ডি থেকে এবার বিজেপির প্রার্থী হয়েছেন কঙ্গনা রানাউত। ইদানীং পুরো সময়টা প্রচারেই ব্য়য় করছেন নায়িকা। গত মঙ্গলবার তিনি মনোনয়নও জমা দিয়ে দিয়েছেন। এরপরই ঘোষণা করলেন, ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেবেন। ভোটে প্রার্থী হওয়া, প্রচার করা ইত্যাদি সূত্রে কঙ্গনা জানান, তিনি ভোটের ডিউটিতে খুব গুরুত্ব দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারেও কঙ্গনা বলেন, হাতে কিছু প্রজেক্ট রয়েছে। কিছু দায়িত্বও রয়েছে, তবে, সেগুলি পূরণ করার পর ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন। অভিনয় ছাড়ার প্রসঙ্গে কঙ্গনা বলেন, মুম্বই ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে এই সিদ্ধান্তটা নিতে নিষেধ করছেন, তাঁরা বলছেন আপনি (কঙ্গনা) তো যথেষ্ট ভালো অভিনয় করেন, তাহলে কেন? এর পরই আত্মতৃপ্ত কঙ্গনা বলেন, ‘আমি যে ভাল অভিনয় করি, এই প্রশংসাটাও তো আমার কাছে খুব জরুরি।’ ভোটে প্রার্থী হওয়া, প্রচার করা ইত্যাদি সূত্রে কঙ্গনা জানান, তিনি ভোটের ডিউটিতে খুব গুরুত্ব দেন।