রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হবে সাইকোলজিক্যাল থ্রিলার ‘করতম ভুগতম’

চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা সোহম পি শাহের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম ‘করতম ভুগতম’ রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হবে। এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়াস তালপাড়ে, অক্ষ পরদাসানি, মধু এবং বিজয় রাজ। ছবিটি ভালো ওপেনিং পেয়েছে তবে দর্শকদের কাছ থেকে ছবিটি কেমন সাড়া পায় সেটাই দেখার বিষয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিকদের জন্য রাষ্ট্রপতি ভবনে ‘করতম ভুগতম’-এর একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এতে আনন্দ প্রকাশ করেছেন ছবির নির্মাতারা। পরিচালক সোহম শাহ বলেন, ‘আমাদের জন্য সম্মানের বিষয় যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা ‘করতম ভুগতম’ দেখার আগ্রহ দেখিয়েছেন। তিনি বলেন, ‘এমন দর্শকের সঙ্গে আমার কাজ শেয়ার করার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের বিষয়।’ ১৭ মে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির দুই দিন পরে এটি রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হচ্ছে। গান্ধার ফিল্মস অ্যান্ড স্টুডিও প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বলা হয়, এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনে ‘করতম ভুগতম’-এর পারফরম্যান্স আমাদের পুরো দলের জন্য গর্বের বিষয়। ‘কর্তম ভুগতম’ এর অর্থ – ‘যেমন তুমি করো, তেমনই তুমি পরিশোধ করবে’ অর্থ, তুমি যেমন করো তেমনি কষ্ট পাবে। ‘করতম ভুগতম’ ১৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটির ট্রেলার দর্শকদের ভালো সাড়া পেয়েছে, এখন দেখার বিষয় ছবিটি কতটা পছন্দ হয়।