‘হবু স্ত্রী’ দেবলীনাকে শুভেচ্ছা গৌরবের

আজ মহানায়ক উত্তমকুমারের হবু নাতবৌ দেবলীনা কুমারের জন্মদিন। গত রাত থেকেই উদযাপন শুরু হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে সবার আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন হবু বর গৌরব চট্টোপাধ্যায়। এই প্রথম গৌরব সোশ্যাল মিডিয়ায় দেবলীনার সঙ্গে তাঁর প্রেম এ ভাবে প্রকাশ্যে আনলেন। তাঁর আর দেবলীনার একসঙ্গে কাটানো টুকরো যাপন, বাবা দেবাশিস কুমারের সঙ্গে মেয়ের ছবি সযত্নে রাখা সেখানে। আর মাত্র ৩দিন বাদে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গৌরব-দেবলীনা। তার আগেই গৌরবের এই প্রেমমাখা শুভেচ্ছা মন কেড়েছে সকলের।