‘লুপ লাপেটা’-তে নিজের ফার্স্টলুক প্রকাশ্যে আনলেন তাপসী পান্নু

আপকামিং ছবি ‘লুপ লাপেটা’-তে নিজের ফার্স্টলুক প্রকাশ্যে আনলেন তাপসী পান্নু। ছবিতে তাপসীর চরিত্রের নাম স্যাভি। এই ছবি আসলে জার্মান ছবি ‘রান লোলা রান’-এর হিন্দি রিমেক। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘রান লোলা রান’। পরিচালনা করেছিলেন টম টেকার। হিন্দিতে ছবিটি পরিচালনা করছেন আকাশ ভাটিয়া। আর এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হচ্ছে তাঁর। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সোনি পিকচার্স ফিল্মস ইন্ডিয়া, এলিপসিস এন্টারটেনমেন্ট ও আয়ুষ মহেশ্বরী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে আজ একটি ছবি পোস্ট করেন তাপসী। সেখানে বাথরুমে কমোডের উপর বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। পরনে শর্টস, সবুজ টি শার্ট আর অগোছালো করে বাঁধা রয়েছে চুল। এই ছবির ক্যাপশনে তাপসী লেখেন, “জীবনে কখনও কখনও এমন সময় আসে যখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে, কীভাবে আমি এটা শেষ করলাম ? আমিও এখন সেটাই ভাবছি। আমি স্যাভি আর আপনাদের একটা পাগল করা যাত্রায় স্বাগত জানাচ্ছি #লুপলাপেটা”। ছবিতে তাপসীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাহির রাজ ভাসিনকে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই মুক্তি পাবে ‘লুপ লাপেটা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *