এবার বাঙালি পরিচালকের ছবিতে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী । জানা গেছে, এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে জয়া হাসানকে । ছবির নাম ‘করক সিংহ’ । সূত্রের খবর, বাঙালি পরিচালকের এটি তৃতীয় হিন্দি ছবি হতে চলেছে। অপরদিকে, অভিনেত্রী জয়া হাসানের এটি প্রথম হিন্দি ছবি হতে চলেছে । ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুম্বইতে শুরু হতে চলেছে এই ছবির শুটিং । জানা গেছে, ছবির গল্প মূলত আর্থিক কেলেঙ্কারি ।