আসছে অ্যাকশনধর্মী নতুন ছবি ‘চেঙ্গিজ’

প্রকাশ্যে এলো নতুন ছবির টিজার। জন্মদিনে অনুরাগীদের জন্য নতুন চমক নিয়ে এলেন অভিনেতা জিৎ। নিজের সোশ্যাল মিডিয়ায় সুখবরটি দিয়েছেন অভিনেতা। একটি নতুন ছবির টিজার পোস্ট করেন অভিনেতা সকাল সকাল। ছবিটির নাম ‘চেঙ্গিজ’। ফের একটি অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করতে চলেছেন অভিনেতা । ছবিটি প্রযোজনা করছে অভিনেতা জিৎ-এর নিজের প্রোডাকশন হাউস ।

https://www.instagram.com/reel/Clkw-T-Mt33/?utm_source=ig_web_copy_link