‘ধাকড়’-এর মুক্তির দিন ঘোষনা করলেন কঙ্গনা

আপকামিং ছবি ‘ধাকড়’-এর মুক্তির দিন ঘোষনা করলেন কঙ্গনা রানাওয়াত। ২০২১ সালের ১ অক্টোবর মুক্তি পাবে কঙ্গনা অভিনীত এই অ্যাকশন থ্রিলার। থিয়েটারেই মুক্তি পাবে ‘ধাকড়’। কঙ্গনাকে এই ছবিতে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। কঙ্গনা নিজেই ছবির একটি পোস্টার শেয়ার করে জানিয়েছেন এই খবর । তিনি লিখেছেন, “ও নির্ভীক, ও ক্ষুব্ধ, ও এজেন্ট অগ্নি।” রেজি ঘাই পরিচালিত এই অ্যাকশন ফিল্মে রানাওয়াত ছাড়াও রয়েছেন অর্জুন রামপাল। কঙ্গনার মতে এটিই ভারতের প্রথম মহিলাকেন্দ্রিক অ্যাকশন ফিল্ম। এর আগে কোনও অভিনেত্রীকে এত অ্যাকশন করতে দেখা যায়নি বলে কঙ্গনার দাবি। অভিনেত্রীর মত, ভারতীয় সিনেমায় তাই এক বেঞ্চমার্ক সেট করতে চলেছে ‘ধাকড়’।