শো করতে যাওয়ার পথে বিপাকে যশ-নুসরত

শো করতে যাওয়ার পথে বিপাকে পড়লেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সম্প্রতি কুলগাছিতে শো করতে যাওয়ার পথে আচমকাই যশ, নুসরতের গাড়ির কাঁচ ভেঙে যায়। শো করতে যাওয়ার পথে গাড়ি থেকে নেমে রাস্তায় চা খেতে দাঁড়ালে, আচমকাই তাঁদের গাড়ির কাঁচ ভঙা রয়েছে বলে চোখে পড়ে দুজনের। কীভাবে ওই ঘটনা হল, তা নিয়ে সন্দিহান যশ, নুসরত দুজনেই। যশ এবং নুসরতের গাড়ির সঙ্গে অন্য যে গাড়িগুলি ছিল, সেগুলির মধ্যেও কয়েকটির অল্পবিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। কে বা কারা, তাঁদের গাড়ির গাঁড়ির ভাঙল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।