প্রায় অনেক বছর পর বড়পর্দায় জুটি বাঁধতে চলেছে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্ত্তী এবং মমতা শঙ্কর। অন্যদিকে সেই ছবিতেই অভিনয় করছেন দেব এবং ছোটপর্দার জনপ্রিয় চেনা মুখ শ্বেতা ভট্টাচার্য। এবার সেখানে প্রবেশ করেছে তৃতীয় ব্যক্তি। পরিচালক অভিজিৎ সেনের দ্বিতীয় ছবি ‘প্রজাপতি’তে অভিনয় করতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। ছবিতে কৌশানীকে দেখা যাবে মমতা শঙ্করের মেয়ের ভূমিকায়। প্রযোজক অতনু রায়চৌধুরীর কথায় জানা গিয়েছে এক ত্রিকোণ প্রেমের গল্প দেখা যেতে পারে এই ছবিতে। তবে দেবের বিপরীতে কে অভিনয় করবে তা নিয়ে রয়েছে এখনও জল্পনা। আপাতত পরিচালক এখন ব্যস্ত রয়েছে রিয়্যালিটি শো-তে। আগামী ৫ই জুলাই থেকেই শুরু হবে ছবির শুটিং।