নতুন ছবি নিয়ে আসছে পরমব্রত

সদ্য মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘হাবজি গাবজি’। তারমধ্যেই ঘোষিত হল তাঁর পরবর্তী ছবি নাম। পরিচালক অরিন্দম ভট্টাচার্যের পরিচালনায় আসতে চলেছে আগামী ছবি ‘শিবপুর’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, রজতাভ দত্ত এবং খরাজ মুখোপাধ্যায়। পরিচালকের শেষ ছবি ‘অন্তর্ধান’-এ মুখ্য চরিত্রে দেখ গিয়েছিল পরমকে। আবার তাঁর পরবর্তী ছবি ‘শিবপুর’-এ দেখা যাবে অভিনেতাকে। পরিচালক অরিন্দম ভট্টাচার্যের সাথে দ্বিতীয় কাজ করতে চলেছেন পরমব্রত। এক রাজনৈতিক পেক্ষাপটের ভিত্তিতে তৈরি করা হচ্ছে ছবিটি। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সন্দীপ সরকার এবং অজন্তা সিংহ রায়।