মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে সম্মানিত করতে চলেছে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেকে। ‘মহারাষ্ট্র ভূষণ’ মহারাষ্ট্র সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান যা প্রতি বছর নির্ধারিত দিনে মহারাষ্ট্রের বিশিষ্ট নাগরিকদের প্রদান করা হয়। এবার গায়িকা আশা ভোঁসলেকে ২০২০ সালের জন্য এই সম্মানে সম্মানিত করা হচ্ছে।  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নিজেই টুইট করে একথা জানিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আশা ভোঁসলেকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে সম্মানিত করার কথা জানানোর পর টুইট করেন গায়িকা নিজেও। আশা ভোঁসলে লেখেন, ”মহারাষ্ট্রবাসীর কাছে আমি কৃতজ্ঞ। রাজ্যের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে আমায়। আমিই সত্যিই অন্তর থেকে কৃতজ্ঞ। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।” বলিউডের ‘মোস্ট ভার্সেটাইল সিঙ্গার’ এ যাবৎ অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন। তবে ‘মহারাষ্ট্র ভূষণ’ তাঁর কাছে একদম আলাদা। আশাজি বলেছেন, “আমার খুব আনন্দ হচ্ছে। এতদিন অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। তবে এটা একদম আলাদা। মায়কা থেকে অর্থাৎ মায়ের বাড়ি থেকে অ্যাওয়ার্ড পেলাম।” প্রসঙ্গত, পরিবারের দ্বিতীয় সদস্য হিসাবে এই পুরস্কারে সম্মানিত হতে চলেছেন আশা ভোঁসলে। এর আগে লতা মঙ্গেশকরকে মহারাষ্ট্র সরকারের তরফে এই সম্মানে সম্মানিত করা হয়। এদিন সুখবর পাওয়ার পর নাতনি জানাই ভোঁসলের সঙ্গে সেলিব্রেশনেও মেতেছিলেন আশাজি। কেক কাটেন তিনি। টেবিলে সাজানো ছিল মিষ্টিপ্রেমী গায়িকার পছন্দের লাড্ডু-জিলিপি।